ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় পাঁচদিন বৃদ্ধি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ৩১ অক্টোবর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা পাঁচদিন বৃদ্ধি করে ৩১ অক্টোবর রাত ১২টা থেকে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সাথে ভর্তি পরীক্ষায় নতুন চার বিভাগ সংযোজন করা হয়েছে।    

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাককানইবিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে নিম্নবর্ণিত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইন অথবা SMS এর মাধ্যমে আবেদন করার সময়সীমা ৩১ অক্টোবর তারিখের পরিবর্তে আগামী ০৫ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।   

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে চারটি ইউনিটে নতুন চারটি বিভাগ অন্তর্ভুক্ত হয়।

১.ইউনিট ভিত্তিক নতুন চারটি বিভাগের নাম ও আসন সংখ্যা:   

1.A-দর্শন বিভাগ (৫০)

2.B-পরিসংখ্যান বিভাগ (৪০)

3.C-ব্যবস্থাপনা বিভাগ (৫০)

4.D-সমাজবিজ্ঞান বিভাগ (৫৫)

২.ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

৩.ভর্তি পরীক্ষা ও আবেদন বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ প্রকাশিত বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নিদেশিকা থেকে পাওয়া যাবে।     

কেআই/এসি 

   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি